82°F বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

জুলাইয়ে রাজস্ব আদায়ে ২৫% প্রবৃদ্ধি, ভ্যাট খাতেই সবচেয়ে বেশি সংগ্রহ

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৮
জুলাইয়ে রাজস্ব আদায়ে ২৫% প্রবৃদ্ধি, ভ্যাট খাতেই সবচেয়ে বেশি সংগ্রহ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় রাজস্ব প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২৫ শতাংশ।

বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, জুলাই মাসে মোট ২৭ হাজার ২৪৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। গত অর্থবছরের একই মাসে এ খাতে আয় হয়েছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা। এতে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২৪ দশমিক ৩৩ শতাংশ।

খাতভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি রাজস্ব এসেছে ভ্যাট থেকে। জুলাই মাসে এ খাত থেকে আদায় হয়েছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৩২ দশমিক ৪৫ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরের একই মাসে ভ্যাট খাতে আয় হয়েছিল ৮ হাজার ৫৭১ কোটি টাকা।

আয়কর ও ভ্রমণ কর খাতে রাজস্ব আদায় হয়েছে ৬ হাজার ২৯৫ কোটি টাকা। গত অর্থবছরের জুলাই মাসে এ খাতে আয় ছিল ৫ হাজার ১৭৫ কোটি টাকা। ফলে প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৬৫ শতাংশ।

এ ছাড়া আমদানি শুল্ক খাত থেকেও প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। জুলাইয়ে এ খাতে রাজস্ব আদায় হয়েছে ৯ হাজার ৬০২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৫২ শতাংশ বেশি। গত অর্থবছরে এ খাতে আদায় ছিল ৮ হাজার ১৭০ কোটি টাকা।

এনবিআর বলছে, রাজস্ব আদায়ের গতি আরও বাড়াতে চলতি অর্থবছর জুড়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।