70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

জুলাই সনদের বাইরে সিদ্ধান্ত নিলে দায় সরকারেরই থাকবে: বিএনপি

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১১ নভে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২৭
জুলাই সনদের বাইরে সিদ্ধান্ত নিলে দায় সরকারেরই থাকবে: বিএনপি

সরকার যদি জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়গুলোর বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয়, তবে এর দায় সম্পূর্ণ সরকারের ওপর বর্তাবে বলে সতর্ক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি জানিয়েছে, এমন কোনো সিদ্ধান্তে সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে না

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে জানাতে চাই—জুলাই জাতীয় সনদে যা উল্লেখ আছে, তার বাইরে কোনো সিদ্ধান্ত সরকার নিতে পারে না। এমনটি হলে সনদে স্বাক্ষরকারী কোনো দলেরই তা মানার বাধ্যবাধকতা নেই। এর পুরো দায়ভার সরকারেরই থাকবে।”

বিএনপি নেতা আরও বলেন, “সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা এমন কিছু মন্তব্য করেছেন, যা জুলাই সনদের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এসব বক্তব্য জনগণকে বিভ্রান্ত করতে পারে এবং ঐকমত্যভিত্তিক সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল।”

তিনি সরকারকে সতর্ক করে বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো বিভ্রান্তিকর পদক্ষেপ পরিস্থিতি আরও জটিল করে তুলবে। তাই আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি—জুলাই সনদের নীতিমালাকেই সর্বোচ্চ গুরুত্ব দিন।”

ড. মোশাররফ জানান, সোমবার (১০ নভেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে আলোচনা হয় এবং একটি প্রস্তাব গ্রহণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি অংশ নেন।

তিনি আরও বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ এক বছরের আলোচনা শেষে ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়। দেশের সংবিধান ও আইন অনুযায়ী এর বাস্তবায়নে সব দল একমত হয়েছিল। এখন কেউ যদি এর বাইরে গিয়ে বক্তব্য দেন, তা হবে গণতান্ত্রিক ঐক্যমতের পরিপন্থী।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।