জনগণ নির্বাচনমুখী হলে কেউ তা ঠেকাতে পারবে না, মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত তারিখেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কেউ অস্থিরতা সৃষ্টি করতে চাইলে, তা আইন অনুযায়ী মোকাবেলা করা হবে।
শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা জানান, সম্প্রতি অতিবৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বেড়েছে। তবে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় সামগ্রিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, “আলুর পর্যাপ্ত মজুত রয়েছে। কিন্তু পাইকারি বাজার থেকে খুচরা বাজারে পৌঁছাতে পৌঁছাতে দাম অনেক বেড়ে যাচ্ছে। এতে কৃষক ন্যায্য দাম পাচ্ছেন না, বরং লাভ করছে মধ্যস্বত্বভোগীরা।”
চাঁদাবাজি প্রসঙ্গে কঠোর অবস্থান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যত বড় প্রভাবশালী হোক না কেন, চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে। কারও সঙ্গে আপস নয়।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রথম অগ্রাধিকার।
আপনার বিজ্ঞাপন এখানে