77°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই অন্তর্বর্তী সরকারের কাছে জমা

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৫ অক্টো ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৩
জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই অন্তর্বর্তী সরকারের কাছে জমা

অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই জমা দেওয়ার প্রস্তুতি চলছে। রোববার (৫ অক্টোবর) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, এবং বৈঠকে সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ উপস্থিত থেকে চূড়ান্ত প্রতিবেদনের তথ্য জানান।

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি সাংবাদিকদের জানান, বৈঠকে জুলাই সনদের মূল বিষয়বস্তু, বাস্তবায়ন কৌশল এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও আলোচনা করা হয়।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠকে সন্তোষ প্রকাশ করে দ্রুততম সময়ে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুতের নির্দেশ দেন। বৈঠকের পরে অধ্যাপক আলী রীয়াজ জানান, “ঐকমত্য কমিশন দেশের প্রায় সব রাজনৈতিক দল থেকে ব্যাপক সহযোগিতা পেয়েছে। গণমাধ্যমও ইতিবাচক ভূমিকা রেখেছে, যা কমিশনের কাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ।”

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও বৈঠকে অংশ নেন।