79°F বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

জাতীয় নির্বাচনে মোতায়েন থাকবে ৮০ হাজার সেনাসদস্য!

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ৪
জাতীয় নির্বাচনে মোতায়েন থাকবে ৮০ হাজার সেনাসদস্য!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর ৮০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১১ আগস্ট) রাজধানীর তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি এবং আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। নির্বাচনী পরিবেশ যাতে সুষ্ঠু ও সহিংসতামুক্ত থাকে, সেটাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও জানান, “এবারের নির্বাচনে প্রতি ভোটকেন্দ্রে দুইজন আনসার সদস্যের পাশাপাশি একজন অতিরিক্ত অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হবে, যিনি প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করবেন।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশের গণমাধ্যম এখন অনেক সচেতনভাবে দায়িত্ব পালন করছে। যার ফলে আশপাশের কিছু দেশের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার কার্যত ব্যাহত হয়েছে। এটা আমাদের জন্য ইতিবাচক একটি দিক।”

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য বদ্ধপরিকর। সেই লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ইতোমধ্যে সম্ভাব্য সময়সূচি চূড়ান্তের কাজ করছে। এরই মধ্যে মাঠপর্যায়ে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বাহিনী।