বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণকে ন্যায্য অধিকার আদায়ের জন্য আর রাজপথে নামতে হবে না। তিনি আশ্বাস দিয়ে বলেন, উন্নয়নকে বুলেট ট্রেনের গতিতে এগিয়ে নেওয়া সম্ভব না হলেও অন্তত এক্সপ্রেস ট্রেনের গতিতে এগিয়ে যাবে দেশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, “যুবকদের কর্মসংস্থানের পরিবেশ আমরা আজও তৈরি করতে পারিনি, যা মূলত বিগত সরকারগুলোর ব্যর্থতার ফল। অথচ প্রতিটি যোগ্য তরুণের প্রাপ্য সুযোগ নিশ্চিত করা উচিত ছিল। জামায়াত জনগণের সহযোগিতা নিয়েই এই ঘুণে ধরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চায়।”
শিক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “যে শিক্ষা মানুষকে পিছিয়ে দেয়, সেই শিক্ষা দিয়ে জাতি এগোতে পারে না। দুঃখজনক হলো—যারা শিক্ষা নীতি প্রণয়ন করেন, তাদের সন্তানেরা দেশের বাইরে পড়াশোনা করেন। এর ফলেই শিক্ষা ব্যবস্থার এই নাজুক অবস্থা।”
তিনি আরও অভিযোগ করেন, সংস্কৃতি অঙ্গনে ‘আয়না ঘর’-এর মতো অপসংস্কৃতির প্রচলন শুরু করেছিল আওয়ামী লীগ সরকার, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে।
আপনার বিজ্ঞাপন এখানে