"40 ঘন্টা ধরে ভোট গণনা চলার পর অপেক্ষার পালা শেষ হয়েছে। ঘোষণা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হর সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল। এবারে জাকসুর 25 টি পদে প্রতিদ্বন্দীতা করেছেন 177 জন প্রার্থী।"
"কারা জয়ী হলেন? চলুন জেনে নিই।"
"ভিপি পদে জয়ী হয়েছেন আব্দুর রশিদ জিতু। পেয়েছেন 3334 ভোট। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল থেকে নির্বাচন করেন তিনি।"
"জিএস পদে 3930 টি ভোট পেয়ে জয়ী হয়েছেন ইংরেজি বিভাগের মাজহারুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের দপ্তর ও প্রকাশনা সম্পাদক। মাজহারুল ছাত্রশিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট থেকে প্রতিদ্বন্দীতা করেন।"
"[প্রশংসা] এজিএস পদে 2358 ভোট পেয়ে জয়ী হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ফেরদৌস আল হাসান এবং 3402 ভোট পেয়ে জয়ী হয়েছেন দর্শন বিভাগের আয়েশা সিদ্দিকা মেঘলা।"
"[মিউজিক] শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে জয়ী হয়েছেন ফার্মেসি বিভাগের আবু ওবায়দা ওসামা। পেয়েছেন 2428 ভোট।"
"পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ পদে 2811 ভোট পেয়ে জয়ী হয়েছেন গণিত বিভাগের সাফায়েত মিথ।"
"[মিউজিক] সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জয়ী হয়েছেন ইংরেজী বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি। পেয়েছেন, 1907 ভোট।"
"সাংস্কৃতিক সম্পাদক পদে 2018 ভোট পেয়ে জয়ী হয়েছেন মহিবুল্লাহ শেখ। সহ সাংস্কৃতিক সম্পাদক হিসেবে জয়ী হয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের রায়হানউদ্দিন। পেয়েছেন 1986 ভোট।"
"নাট্যসম্পাদক পদে জয়ী হয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম। পেয়েছেন 1929 ভোট।"
"সব প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন বাংলা বিভাগের মাহমুদুল হাসান কিরণ। পেয়েছেন 5778 ভোট।"
"এছাড়া সহ ক্রীড়া সম্পাদক পদে মাইক্রোবায়োলজি বিভাগের মাহাদী হাসান এবং গণিত বিভাগের ফারহানা আক্তার লুবনা জয়ী হয়েছেন।"
"আইটি ও গ্রন্থাগার পদে জয়ী হয়েছেন ফার্মেসি বিভাগের মোঃাম্মদ রাশিদুল ইমন লিখন।"
"সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে জয়ী হয়েছেন আহসান লাবিব।"
"শহর সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে জয়ী হয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের মোঃাম্মদ তৌহিদ হাসান এবং ফার্মেসি বিভাগের নিগার সুলতানা।"
"স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক পদে জয়ী হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের হস্তি মোবারক।"
"পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে জয় লাভ করেছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের মোঃাম্মদ তানভর রহমান।"
"এছাড়া কার্যকরী সদস্য পদে রয়েছেন বাবলিয়া জাহান নাজিয়া, শেখ নাবিলা বিন্তে হারুন, নুসরাত জাহান ইমা, মোহাম্মদ তরিকুল ইসলাম, আবু তালহা, মোহাম্মদ আলী চিশতি।"
আপনার বিজ্ঞাপন এখানে