গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানারদুই অফিসার ইনচার্জকে (ওসি) একযোগে বদলিকরা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশেএই সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার রাতেগাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এই তথ্য নিশ্চিতকরেছে।
জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মহিউদ্দিনআহমেদ জানান, টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুলইসলামকে চট্টগ্রাম রেঞ্জে এবং টঙ্গী পশ্চিমথানার ওসি ইসকান্দার হাবিবুররহমানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।তবে হঠাৎ করে একইসময়ে দুই থানার ওসিরবদলি নিয়ে স্থানীয় এলাকায় নানা ধরনের আলোচনাশুরু হয়েছে।
টঙ্গী শিল্পাঞ্চল ও বাণিজ্যিক এলাকাহওয়ায় এখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিনিয়ন্ত্রণে রাখা সবসময়ই একটিবড় চ্যালেঞ্জ। বিশেষ করে, ঢাকার প্রবেশদ্বারহিসেবে টঙ্গী পূর্ব এবং পশ্চিম থানারগুরুত্ব অনেক বেশি। এইএলাকাগুলোতে ১৯টি বস্তি রয়েছে, যা ছিনতাই, অপহরণ এবং মাদক ব্যবসারআখড়া হিসেবে পরিচিত। এমন পরিস্থিতিতে দুইওসির হঠাৎ বদলি স্থানীয়দেরমধ্যে কৌতূহল তৈরি করেছে।
আপনার বিজ্ঞাপন এখানে