মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস প্রথম ধাপে সাতজন জিম্মিকে মুক্ত করেছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের সংঘাত নিরসনের পথে এক নতুন সম্ভাবনার সূচনা হলো।
এদিকে, একই দিনে মিসর সফরে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গাজার জনগণের জন্য নতুন ২০ মিলিয়ন পাউন্ড মূল্যের মানবিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেন। এই অর্থ গাজার পানি, স্যানিটেশন ও জরুরি স্বাস্থ্যসেবা উন্নয়নে ব্যয় করা হবে।
সরকারি সূত্রে জানা গেছে, নতুন এই সহায়তা যুক্তরাজ্যের চলতি বছরের ১১৬ মিলিয়ন পাউন্ডের মানবিক প্রতিশ্রুতির অংশ। যুদ্ধবিধ্বস্ত গাজায় এ সহায়তা পৌঁছালে সেখানকার সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
মিসরে বক্তৃতাকালে কিয়ার স্টারমার বলেন,
“আজকের দিনটি এই যুদ্ধের অবসানের প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হলো শান্তি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপটি সফলভাবে বাস্তবায়ন করা।”
তিনি আরও যোগ করেন,
“যুক্তরাজ্য এমন এক শান্তি পরিকল্পনার পক্ষে, যা উভয় পক্ষের মানুষকে নিরাপত্তা ও স্থিতিশীলতার মধ্যে নতুন করে জীবন গড়ার সুযোগ দেবে।”
বিবিসি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মহল এ ঘটনাকে মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাব্য অগ্রগতি হিসেবে দেখছে।
আপনার বিজ্ঞাপন এখানে