54°F বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

গুজব ও ভুয়া তথ্য ঠেকাতে চালু হলো নতুন হটলাইন নম্বর

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৫ জানু ২০২৬ | নিউজটি দেখেছেন: ২৩
গুজব ও ভুয়া তথ্য ঠেকাতে চালু হলো নতুন হটলাইন নম্বর

গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধে জাতীয় পর্যায়ে একটি বিশেষ হটলাইন সেবা চালু করা হয়েছে। ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা যে কেউ এখন থেকে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সংক্রান্ত অভিযোগ সরাসরি এই হটলাইনে জানাতে পারবেন।
সোমবার (৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। ঘোষণায় বলা হয়, গুজব ও অপতথ্য সংক্রান্ত অভিযোগ জানাতে ০১৩০৮৩৩২৫৯২ নম্বরে যোগাযোগ করা যাবে।
এছাড়া অভিযোগকারীরা চাইলে notify@ncsa.gov.bd ইমেইল ঠিকানার মাধ্যমেও প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ পাঠাতে পারবেন।
সংশ্লিষ্টরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়া ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত ও প্রতিরোধের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে গুজব মোকাবিলায় সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ সহজ হবে বলে আশা করা হচ্ছে।