79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

গ্রেটা থানবার্গকে অপমানের অভিযোগে আন্তর্জাতিক ক্ষোভ, ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে মানবাধিকার কর্মীদের প্রতিবাদ

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৫ অক্টো ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৩
গ্রেটা থানবার্গকে অপমানের অভিযোগে আন্তর্জাতিক ক্ষোভ, ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে মানবাধিকার কর্মীদের প্রতিবাদ

গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানে অংশ নেওয়ার পর ইসরায়েল থেকে বহিষ্কৃত কয়েকজন আন্তর্জাতিক মানবাধিকারকর্মী চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন— পরিবেশ আন্দোলনের মুখ গ্রেটা থানবার্গকে ইসরায়েলি বাহিনী শারীরিকভাবে অপমান করেছে।

তুরস্কের সাংবাদিক ও ফ্লোটিলার অংশগ্রহণকারী এরসিন সেলিক স্থানীয় গণমাধ্যমকে জানান, তিনি নিজ চোখে দেখেছেন কীভাবে সেনারা থানবার্গকে টেনে-হিঁচড়ে নিয়ে যায় এবং জোরপূর্বক ইসরায়েলি পতাকায় চুম্বন করতে বাধ্য করে।

একই অভিযানে থাকা মালয়েশিয়ার কর্মী হাযওয়ানি হেলমি এবং যুক্তরাষ্ট্রের অধিকারকর্মী উইন্ডফিল্ড বিয়াভারও ইস্তাম্বুল বিমানবন্দরে সাংবাদিকদের কাছে থানবার্গের ওপর নির্যাতনের বর্ণনা দেন। তারা জানান, থানবার্গকে ধাক্কা দিয়ে পতাকার সামনে দাঁড় করানো হয় এবং পুরো ঘটনাটি পরিকল্পিতভাবে প্রচার করা হয়।

হেলমির ভাষায়, “আমাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে যেন আমরা মানুষ নই— বন্দিদের খাবার, বিশুদ্ধ পানি এমনকি ওষুধও দেওয়া হয়নি।”

বিয়াভার বলেন, “গ্রেটার সঙ্গে ভয়াবহ আচরণ করা হয়েছে। তাকে একটি কক্ষে আটকে রাখা হয়, যেখানে পরবর্তীতে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির প্রবেশ করেন।”

ইতালীয় সাংবাদিক লরেঞ্জো আগোস্তিনোও আনাদোলু সংস্থাকে জানান, “গ্রেটা থানবার্গ, মাত্র ২২ বছর বয়সী এক সাহসী নারী। তাকে অপমানজনকভাবে পতাকায় মুড়ে জনসমক্ষে এমনভাবে প্রদর্শন করা হয়েছে, যেন তিনি কোনো যুদ্ধের ট্রফি।”

ঘটনাটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন এর নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।

সূত্র: আল জাজিরা