70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

গণভোট সংবিধানে নেই, অহেতুক সংঘর্ষে না জড়াতে রাজনৈতিক দলগুলোর প্রতি আমীর খসরুর আহ্বান

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৮ নভে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২৪
গণভোট সংবিধানে নেই, অহেতুক সংঘর্ষে না জড়াতে রাজনৈতিক দলগুলোর প্রতি আমীর খসরুর আহ্বান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানে গণভোটের কোনো ধারা নেই, তাই এই ইস্যুতে রাস্তায় আন্দোলনে নামা বাস্তবসম্মত নয়। তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের আওতায় গঠিত হয়েছে এবং এই সংবিধান অনুযায়ীই তারা শপথ নিয়েছেন। গণভোট চালুর বিষয়টি চাইলে ভবিষ্যতে সংসদে আইন পাস করে সংবিধানে যুক্ত করা যেতে পারে।”

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘জনতার ইশতেহার’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু আরও বলেন, “প্রতিটি দাবির জন্য রাস্তায় নামা সমাধান নয়। এতে শুধু সংঘর্ষের আশঙ্কাই বাড়ে।” তিনি উদাহরণ টেনে বলেন, “রাজনৈতিক দাবিকে কেন্দ্র করে এক পক্ষ মাঠে নামলে, অপর পক্ষ পাল্টা কর্মসূচি দিলে তা অনিবার্যভাবে সংঘর্ষে রূপ নিতে পারে।”

তিনি মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অসহিষ্ণুতা ও কর্তৃত্ববাদী মানসিকতা বাড়ছে। “আমাদের অনেক প্রস্তাব এখনো ঐকমত্যের মধ্যে আসেনি, তাই বলে আমরা কি রাস্তায় নামব? আমাদের লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে যাওয়া, সংঘাতে জড়ানো নয়,” বলেন বিএনপির এই নেতা।

চট্টগ্রামের সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, “এটি একটি দলের ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল। কেউ কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা করছে।”

অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের অর্থনীতি ছিল স্থিতিশীল, শেয়ারবাজারে কখনো ধস নামেনি। আমরা সবসময় বেসরকারি খাতকে উৎসাহ দিয়েছি এবং ভবিষ্যতেও দেব। লাইসেন্স পেতে মানুষকে অফিসে ঘুরতে হবে না — ঘরে বসেই যেন সে অনুমোদন পেতে পারে, আমরা সেই ব্যবস্থা করব।”

আমীর খসরু যোগ করেন, “দেশের উন্নয়ন তখনই হবে, যখন জনগণ প্রকৃত অর্থে ক্ষমতায়ন পাবে। দলের ক্ষমতায়ন নয়, জনগণের ক্ষমতায়নই মূল লক্ষ্য হওয়া উচিত।”