79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

গম ও ভুট্টা চাষে ঋণ তহবিলের মেয়াদ বৃদ্ধি

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ২৪
গম ও ভুট্টা চাষে ঋণ তহবিলের মেয়াদ বৃদ্ধি

গম ও ভুট্টা চাষে কৃষকদের ঋণ সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলটির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। এর ফলে ২০২৭ সাল পর্যন্ত কৃষকরা এই তহবিল থেকে ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন।

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে গম ও ভুট্টার দাম বেড়ে যাওয়ায় দেশে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ১০০০ কোটি টাকার এই বিশেষ তহবিল গঠন করে। প্রথমে এই তহবিলের মেয়াদ চলতি বছরের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। তবে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এটি ২০২৭ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে পাঠানো এক সার্কুলারে এই নির্দেশনা জারি করা হয়েছে। এই তহবিল থেকে ব্যাংকগুলো মাত্র ০.৫০ শতাংশ সুদে অর্থায়ন পেয়ে থাকে এবং কৃষকদের কাছে ৪ শতাংশ সুদে বিতরণ করে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এই তহবিল থেকে এখন পর্যন্ত ৬০১ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

এই পুনঃঅর্থায়ন তহবিলটি ঘূর্ণায়মান পদ্ধতিতে পরিচালিত হয়, যার ফলে বিতরণকৃত ঋণ পরিশোধের পর তা পুনরায় অন্য কৃষকদের মধ্যে বিতরণ করা যাবে। এর পাশাপাশি, বর্তমানে সুদ ভর্তুকির আওতায় মসলা ও ভুট্টাসহ বিভিন্ন আমদানি বিকল্প ফসলে ৪ শতাংশ সুদে ঋণ বিতরণের একটি কর্মসূচিও চালু রয়েছে।