79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

ফরিদপুরে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ২৯
ফরিদপুরে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুর শহরের উত্তর কোমরপুরের বাহিরদিয়া গ্রামের কুমার নদের কাছে একটি জঙ্গল থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে দুর্গন্ধের সূত্র ধরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

মরদেহের অবস্থা ও পুলিশের ধারণা

উদ্ধারকৃত মরদেহের হাত-পা রশি দিয়ে এবং চোখ গামছা দিয়ে বাঁধা ছিল। নিহতের পরনে ছিল কালো কোট ও কালো প্যান্ট। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, সাত থেকে আট দিন আগে ওই যুবককে হত্যার পর মরদেহটি জঙ্গলে ফেলে রাখা হয়েছে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।