77°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

ফ্রান্সের প্রধানমন্ত্রীর ফ্রাঁসোয়া বেয়ারু’র পদত্যাগ

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ০৯ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২০
ফ্রান্সের প্রধানমন্ত্রীর ফ্রাঁসোয়া বেয়ারু’র পদত্যাগ

আস্থা ভোটে পরাজয়ের পর ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেয়ারু পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ পদত্যাগপত্র গ্রহণ করা হয় বলে জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়।

এর এক দিন আগে, সোমবার, পার্লামেন্টে নিজের ডাকা আস্থা ভোটে শোচনীয়ভাবে হেরে যান বেয়ারু। এই পরাজয় কেবল তার ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অনিশ্চয়তার সৃষ্টি করেছে। এতে ম্যাক্রোর ওপর পড়ে গেল তার শাসনামলে সপ্তম প্রধানমন্ত্রী মনোনয়নের দায়িত্ব।

ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা আসবে। নতুন প্রধানমন্ত্রী ঠিক হলে বর্তমান রাজনৈতিক জটিলতা কিছুটা হলেও নিরসন হবে এবং সম্ভাব্য আগাম নির্বাচন নিয়ে চলমান জল্পনারও অবসান ঘটবে।

বিষয়টি নিশ্চিত করে বেয়ারুর ঘনিষ্ঠ এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, “তিনি (বেয়ারু) প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত হিসেবে দাফতরিক কার্যক্রম চালিয়ে যাবেন।”

বিশ্লেষকরা বলছেন, আস্থা ভোটে পরাজয় এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ ম্যাক্রোর জন্য এক বড় রাজনৈতিক ধাক্কা। এখন দেখার বিষয়, তিনি কীভাবে এই সংকট সামাল দেন এবং নতুন নেতৃত্বের মাধ্যমে সরকারকে স্থিতিশীল পথে এগিয়ে নিতে পারেন কিনা।

সূত্র: ফ্রান্স২৪, ব্লুমবার্গ