এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২০২৬ সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বোর্ড সূত্রে জানা গেছে, আসন্ন পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া সুষ্ঠু ও নির্ভুল করতে শিক্ষকদের তথ্যভান্ডার হালনাগাদ করা বাধ্যতামূলক করা হয়েছে। এ লক্ষ্যে প্রতিটি প্রতিষ্ঠানের eTIF (ইলেক্ট্রনিক টিচার ইনফরমেশন ফাইল) সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিসিয়াল চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়। চিঠিটি দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, যেসব শিক্ষক ইতোমধ্যে অবসর গ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, অন্য প্রতিষ্ঠানে বদলি হয়েছেন, স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন, বোর্ডের কালো তালিকাভুক্ত হয়েছেন অথবা খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত, তাদের নাম দ্রুত eTIF তালিকা থেকে বাদ দিতে হবে।
শিক্ষা বোর্ড সতর্ক করে জানায়, eTIF হালনাগাদ না থাকলে উত্তরপত্র মূল্যায়নের সময় প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগে জটিলতা সৃষ্টি হতে পারে, যা পুরো পরীক্ষাব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বোর্ডের পক্ষ থেকে সরাসরি eTIF সংশোধনের কোনো সুযোগ নেই। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আপনার বিজ্ঞাপন এখানে