এনসিপির সংগঠনপ্রণালী নিয়ে প্রশ্ন, ‘জুলাই আমব্রেলা’ গঠনের আহ্বান
নেটওয়ার্ক রাজনীতিতে ফিরে যাওয়ার তাগিদ সেলিম রেজা নিউটনের
Boston Bangla অনলাইন ডেস্ক:
সদ্যগঠিত রাজনৈতিক দল এনসিপির সাংগঠনিক কাঠামো, রাজনৈতিক অবস্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ থেকে সরে আসার প্রবণতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক সেলিম রেজা নিউটন। নিজের ফেসবুক পোস্টে তিনি এনসিপির বর্তমান সংগঠনপ্রণালীকে ‘পুরাতনী, কর্তৃত্বপরায়ণ ও ক্ষমতাকেন্দ্রিক’ আখ্যা দিয়ে উগ্রবাদ মোকাবিলায় একটি বৃহত্তর সামাজিক–রাজনৈতিক ঐক্য গঠনের আহ্বান জানিয়েছেন, যার নাম তিনি প্রস্তাব করেছেন— ‘জুলাই আমব্রেলা’।
ফেসবুক পোস্টে সেলিম রেজা নিউটন বলেন, ‘ইসলামিক’ ও ‘ইসলামিস্ট’—এই দুই ধারণার মধ্যে মৌলিক পার্থক্য থাকলেও রাজনৈতিকভাবে তা ইচ্ছাকৃতভাবে গুলিয়ে ফেলা হচ্ছে। তার মতে, বাংলাদেশের অধিকাংশ মুসলমান ইসলামিক হলেও ইসলামিস্ট নন। তিনি দাবি করেন, এনসিপিকে আদর্শিকভাবে জামায়াতের মতো ধারার দিকে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা চলছে, যা জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতৃত্বভিত্তিক ও অরাজনৈতিক চরিত্রের সঙ্গে সাংঘর্ষিক।
নিউটনের বিশ্লেষণে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত, বিকেন্দ্রীভূত ও নেটওয়ার্কভিত্তিক সামাজিক শক্তির উত্থান। কিন্তু এনসিপি সেই অভিজ্ঞতাকে রাজনৈতিক সংগঠন নির্মাণে কাজে না লাগিয়ে উপর-নিচতান্ত্রিক, আমলাতান্ত্রিক ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণনির্ভর একটি প্রচলিত দলীয় কাঠামোর দিকে এগিয়েছে। এর ফলে ‘ক্ষমতা আগে, জনতা পরে’ এমন রাজনৈতিক কৌশল প্রাধান্য পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে উগ্রবাদ, সহিংসতা ও আঞ্চলিক আধিপত্যের ঝুঁকির কথা উল্লেখ করে সেলিম রেজা নিউটন একটি সর্বজনীন, উদার-গণতান্ত্রিক নেটওয়ার্ক গঠনের আহ্বান জানান। তার প্রস্তাবিত ‘জুলাই আমব্রেলা’ কেবল রাজনৈতিক দলগুলোর জোট নয়; এতে সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী গোষ্ঠী, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ এবং স্বতন্ত্র নাগরিকদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।
নিউটনের মতে, রাজনৈতিক দল স্বভাবতই ক্ষমতা ও গোত্রকেন্দ্রিক। তাই গণতন্ত্র টিকিয়ে রাখতে সমাজকেই রাজনৈতিক ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থান ছিল সেই সম্ভাবনার একটি ক্ষণস্থায়ী দৃষ্টান্ত। জুলাইকে কেবল রাজনৈতিক কৌশল নয়, নীতিগত ভিত্তি হিসেবে গ্রহণ করলেই তার প্রকৃত গৌরব ফিরে আসবে এমন মন্তব্য দিয়ে তিনি লেখাটি শেষ করেন।
সূত্র: Salim Reza Newton ফেসবুক পোস্ট
প্রতিবেদন: Boston Bangla অনলাইন ডেস্ক
আপনার বিজ্ঞাপন এখানে