79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

এনআইডি সংশোধনের বাতিল আবেদন পুনরায় করার সুযোগ, সময় ৩১ অক্টোবর পর্যন্ত

Online Desk, Boston Bangla

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৩
এনআইডি সংশোধনের বাতিল আবেদন পুনরায় করার সুযোগ, সময় ৩১ অক্টোবর পর্যন্ত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য যেসব আবেদনবাতিল হয়েছিল, সেগুলো আবারও করার সুযোগ দিচ্ছেনির্বাচন কমিশন। আগামী ৩১ অক্টোবর পর্যন্তএই আবেদনগুলো নতুন করে জমাদেওয়া যাবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ জানিয়েছে, এই আবেদনগুলো আগেরক্যাটাগরি অনুযায়ীই বিবেচিত হবে।

সম্প্রতি এনআইডি'র সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই) মুহা. সরওয়ার হোসেন এ সংক্রান্ত একটিনির্দেশনা মাঠ কর্মকর্তাদের কাছেপাঠিয়েছেন। সেখানে বলা হয়েছে, গত২৯ ডিসেম্বর থেকে ৩০ জুনপর্যন্ত পরিচালিত ‘ক্র্যাশ প্রোগ্রাম’ এবং ২১ জুলাইথেকে শুরু হওয়া ‘ঘ’ ক্যাটাগরির সংশোধনের ক্র্যাশ প্রোগ্রামে যেসব আবেদন বাতিলহয়েছিল, সেগুলো পুনরায় গ্রহণ করা হবে।

যেসব কারণে আবেদনবাতিল হয়েছিল, তার মধ্যে প্রধানকারণগুলো হলো:

  • প্রয়োজনীয়কাগজপত্র নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দেওয়া।
  • আবেদনঅসম্পূর্ণ থাকা বা সঠিকভাবে জমা না দেওয়া।
  • জমাকৃতনথিপত্রের সঙ্গে আবেদনের তথ্যের অসংগতি।
  • সাক্ষাৎকারেরজন্য ডাকা হলে যথাসময়ে উপস্থিত না হওয়া।
  • সংশ্লিষ্টব্যক্তির অনুরোধে আবেদন বাতিল হওয়া।

এই নির্দেশনায় বলাহয়েছে, যেসব আবেদনকারী এমনকারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা নতুন করেআবেদন করলে সেটি পূর্বেরবাতিল হওয়া ক্যাটাগরি হিসেবেইগণ্য হবে এবং ৩১অক্টোবরের মধ্যে এই কার্যক্রম সম্পন্নকরতে হবে।