জামিন প্রক্রিয়ায় বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে আদালতে জামিন মঞ্জুর হওয়ার পর মাত্র এক ক্লিকেই সেই আদেশ সরাসরি কারাগারে পৌঁছে যাবে — জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আগে কারাগারে জামিনের আদেশ পৌঁছাতে প্রায় ১২টি ধাপ পেরোতে হতো। এই দীর্ঘ প্রক্রিয়া মানুষের অপ্রয়োজনীয় ভোগান্তির কারণ ছিল। এখন থেকে বেইল বন্ড অনলাইনে পাঠানো হবে, যা এক ক্লিকেই কারাগারে পৌঁছে যাবে।”
ড. আসিফ নজরুল বলেন, “এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিচারপ্রার্থীদের হয়রানি কমানো ও বিচার প্রক্রিয়া ডিজিটালাইজ করা। আদালতের নির্দেশ দ্রুত বাস্তবায়ন হলে বিচার ব্যবস্থায় মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।”
এ সময় তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই বিচার বিভাগকে পৃথক সচিবালয়ের আওতায় আনা হবে। পাশাপাশি বিচার বিভাগ সচিবালয় আইন, গুম সংক্রান্ত আইন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, এবং মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করা হবে।
এই ডিজিটাল সংস্কার বাস্তবায়িত হলে দেশের বিচার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা—সব ক্ষেত্রেই এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
আপনার বিজ্ঞাপন এখানে