দেশব্যাপী আলোচিত জুলাই-আগস্ট গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে নাহিদ ইসলামের ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার তিনি মামলায় আংশিক সাক্ষ্য প্রদান করেন।
এদিন একই মামলায় দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে হাজির হয়ে বাকি সাক্ষ্য দেবেন সাংবাদিক মাহমুদুর রহমানও। তিনি এর আগে ১৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দিয়েছিলেন। তবে সময় স্বল্পতায় তার বক্তব্য শেষ না হওয়ায় আজকের দিনটিকে সাক্ষ্যগ্রহণের জন্য পুনর্নির্ধারণ করা হয়।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, মামলার ঐতিহাসিক প্রেক্ষাপট ও প্রাসঙ্গিক রাজনৈতিক প্রেক্ষিতে সাক্ষ্য দিচ্ছেন দুজনেই—একজন সাংবাদিক হিসেবে মাহমুদুর রহমান, অন্যজন গণআন্দোলনের অন্যতম মুখ হিসেবে নাহিদ ইসলাম। পূর্ব নির্ধারিত দিনগুলোতে ব্যক্তিগত কারণবশত তারা উপস্থিত হতে না পারায় আদালতের কাছে সময় চাওয়া হলে, ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে।
ট্রাইব্যুনাল-১-এ চলমান এই মামলার ১৪তম দিনে (৯ সেপ্টেম্বর) মোট ৬ জন সাক্ষ্য দিয়েছেন। এখন পর্যন্ত ৪৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে, যারা সবাই গত বছরের জুলাই-আগস্ট মাসে দেশে সংঘটিত হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন।
সাক্ষ্য অনুযায়ী, এসব গণহত্যার দায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সংশ্লিষ্টদের ওপর বর্তায় বলে দাবি করেন শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা।
এ মামলায় রাজসাক্ষী হিসেবে ইতিমধ্যেই বক্তব্য দিয়েছেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
আপনার বিজ্ঞাপন এখানে