সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দশম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে শিক্ষকরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদ (পবিপশিপ) জানিয়েছে, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে।
জানা গেছে, বিকেলে অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে শিক্ষক নেতারা স্পষ্ট জানিয়েছেন—
“প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হবে না।”
এদিকে শনিবার শিক্ষক নেতাদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন সংগঠনের নেতারা।
এর আগে রোববার অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হলেও তা ফলপ্রসূ হয়নি। বৈঠকের পর কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করা হলেও, পরবর্তীতে আবার তা পুনরায় শুরু করার ঘোষণা দেন শিক্ষকরা।
আন্দোলনকারী শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে তারা প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।
আপনার বিজ্ঞাপন এখানে