70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

ঢাকা কলেজে হামলার প্রতিবাদে সারাদেশে সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১৪ অক্টো ২০২৫ | নিউজটি দেখেছেন: ৩৫
ঢাকা কলেজে হামলার প্রতিবাদে সারাদেশে সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি

ঢাকা কলেজে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সারাদেশের সব সরকারি কলেজে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। পাশাপাশি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করছেন।

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার (১৩ অক্টোবর) গভীর রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর হামলা এবং টিচার্স লাউঞ্জে ভাঙচুরের ঘটনায় সংগঠনটি গভীর উদ্বেগ ও নিন্দা জানাচ্ছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।

অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, দেশের সব সরকারি কলেজের শিক্ষকরা মঙ্গলবার সর্বাত্মকভাবে কর্মবিরতিতে অংশ নিচ্ছেন। কর্মসূচিকে সফল করতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার মতো ঘটনা কোনোভাবেই সহ্য করা যায় না। এতে শিক্ষাঙ্গনে যে অস্থিতিশীলতা ও ভীতিকর পরিবেশ তৈরি হয়, তা পুরো শিক্ষা ব্যবস্থার জন্য হুমকি সৃষ্টি করে।

উল্লেখ্য, সোমবার (১৩ অক্টোবর) সকালে সাত কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে পদযাত্রা শুরু করলে ঢাকা কলেজ প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এক পর্যায়ে এক শিক্ষার্থী শিক্ষকদের ‘দালাল’ বলে মন্তব্য করলে তাকে কমনরুমে আটকে রাখা হয়। পরে অন্যান্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তাকে মুক্ত করে। কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হলেও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।