54°F বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ঢাবিতে ভূমিকম্প আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা, ৬ ডিসেম্বর পর্যন্ত ক্লাস-পরীক্ষা স্থগিত

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২৩ নভে ২০২৫ | নিউজটি দেখেছেন: ৩৯
ঢাবিতে ভূমিকম্প আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা, ৬ ডিসেম্বর পর্যন্ত ক্লাস-পরীক্ষা স্থগিত

সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্প ও ধারাবাহিক আফটারশকের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেওয়ার পর থেকেই আবাসিক হলগুলো দ্রুত খালি হতে শুরু করেছে। রোববার (২৩ নভেম্বর) সকাল থেকেই শিক্ষার্থীরা নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে হলে হলে বেরিয়ে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আগের দিন নির্দেশনা দেয়—আজ বিকেল ৫টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়তে হবে।

যদিও শিক্ষার্থীরা নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, তবে তারা মনে করছেন—হল খালি করার এই ব্যবস্থা শুধু তাৎক্ষণিক সমাধান, আবাসন সংকটের স্থায়ী সমাধান নয়।

গত দুই দিনে চারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় পুরো ক্যাম্পাসজুড়ে আতঙ্ক বাড়ছে। এমনকি হল থেকে দ্রুত নামতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

শনিবার (২২ নভেম্বর) রাতে অনুষ্ঠিত ঢাবি সিন্ডিকেটের জরুরি সভা শেষে জানানো হয় যে সাম্প্রতিক ভূমিকম্প শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী, প্রতিটি হলের কাঠামোগত অবস্থা পরীক্ষা, ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংস্কারের জন্য হলগুলো খালি করতেই হবে।

বিশেষজ্ঞ দলের মধ্যে ছিলেন বুয়েটের সংশ্লিষ্ট বিভাগ, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এবং প্রধান প্রকৌশলী।

এ কারণে সিন্ডিকেট সিদ্ধান্ত নেয়—ঢাবির সব শিক্ষাক্রম ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে এবং এই সময়ের মধ্যেই আবাসিক হলগুলো সম্পূর্ণ খালি করতে হবে। প্রাধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে রোববার বিকেল ৫টার মধ্যে হলে থাকা শিক্ষার্থীদের নিরাপদে বের হওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে।

তবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম যথারীতি চালু থাকবে বলে জানানো হয়েছে।