79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

ঢাবি হল সংসদ নির্বাচন: চূড়ান্ত প্রার্থী ১০৩৫ জন, প্রত্যাহার ৭৩

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ৪৫
ঢাবি হল সংসদ নির্বাচন: চূড়ান্ত প্রার্থী ১০৩৫ জন, প্রত্যাহার ৭৩

ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের ১৩টি পদের জন্য মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই নির্বাচনে ৭৩ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন এবং একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বুধবার (আজ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, হল সংসদ নির্বাচনের জন্য মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল।

বিভিন্ন হলের চূড়ান্ত প্রার্থীর সংখ্যা হলো:

  • ড. মুহম্মদ শহীদুল্লাহ হল: ৫৯ জন
  • বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল: ৩১ জন
  • সলিমুল্লাহ মুসলিম হল: ৬২ জন
  • জগন্নাথ হল: ৫৫ জন
  • ফজলুল হক মুসলিম হল: ৫৮ জন
  • শহীদ সার্জেন্ট জহুরুল হক হল: ৭৫ জন
  • রোকেয়া হল: ৪৫ জন
  • সূর্য সেন হল: ৭৫ জন
  • হাজী মুহম্মদ মুহসীন হল: ৬০ জন
  • শামসুন নাহার হল: ৩৫ জন
  • কবি জসীমউদ্‌দীন হল: ৬৮ জন
  • মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: ৭৩ জন
  • শেখ মুজিবুর রহমান হল: ৫৯ জন
  • শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল: ৩৬ জন
  • অমর একুশে হল: ৭৬ জন
  • কবি সুফিয়া কামাল হল: ৩৮ জন
  • বিজয় একাত্তর হল: ৬৮ জন
  • স্যার এ এফ রহমান হল: ৬২ জন

প্রার্থিতা প্রত্যাহার করা ৭৩ জনের মধ্যে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল থেকে ৬ জন, কবি সুফিয়া কামাল হল থেকে ২ জন, ফজলুল হক মুসলিম হল থেকে ৬ জন, অমর একুশে হল থেকে ৫ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে ৫ জন, কবি জসীমউদ্‌দীন হল থেকে ১ জন, হাজী মুহম্মদ মুহসীন হল থেকে ৫ জন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল থেকে ১১ জন, স্যার এ এফ রহমান হল থেকে ৫ জন, সূর্য সেন হল থেকে ৪ জন, বিজয় একাত্তর হল থেকে ৯ জন, শেখ মুজিবুর রহমান হল থেকে ৯ জন, জগন্নাথ হল থেকে ৪ জন এবং শামসুন নাহার হল থেকে ১ জন রয়েছেন।

আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার থেকে এই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে।