79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

ডাকসুর ভোটগ্রহণ সম্পন্ন শেষে, চলছে গণনা

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ০৯ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ১১
ডাকসুর ভোটগ্রহণ সম্পন্ন শেষে, চলছে গণনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে এখন চলছে ফল গণনার কার্যক্রম।

নির্বাচনে ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী, যা সংগঠনটির ইতিহাসে প্রার্থীসংখ্যার দিক থেকে একটি নতুন রেকর্ড। এদের মধ্যে ৬২ জন নারী প্রার্থী রয়েছেন। অন্যদিকে, ১৮টি আবাসিক হলে অনুষ্ঠিত হল সংসদ নির্বাচনে ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে স্থাপিত ৮১০টি বুথে ভোটাররা ডাকসু ও হল সংসদের মোট ৪১টি পদের জন্য ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল, ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ছাত্র অধিকার পরিষদ ও বাম ছাত্র সংগঠনগুলো- যারা দুটি পৃথক প্যানেলে অংশ নিয়েছে। এ ছাড়া নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় ১০টি পূর্ণ ও আংশিক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে।

ভোট গণনার ক্ষেত্রে এবার ব্যবহার করা হচ্ছে আধুনিক অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিন। প্রতিটি কেন্দ্রের বাইরে স্থাপিত এলইডি স্ক্রিনে তাৎক্ষণিকভাবে ফলাফল প্রদর্শন করা হচ্ছে। চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করেছেন। এখন অপেক্ষা, কে হচ্ছেন নতুন নেতৃত্বের দায়িত্বপ্রাপ্ত ছাত্র প্রতিনিধি।