77°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

ডাকসু ভোটে ভোট চাওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৭ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২০
ডাকসু ভোটে ভোট চাওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্যকরে ভোট চাওয়ায় ছাত্রদলেরএক নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমস্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেএ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনেরভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে খুলনা জেলার পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্যসচিবইমতিয়াজ আলী সুজন-কে তার পদথেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয়ছাত্রদলের কোনো সাংগঠনিক নির্দেশনানা থাকা সত্ত্বেও তিনিডাকসু নির্বাচনে ভোটারদের কাছে ভোট চেয়েছেন।

ভাইরাল ভিডিও থেকে বিতর্ক

ইমতিয়াজ আলী সুজনের একটিভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাকেএক ভোটারকে ফোনে বলতে শোনাযায়, "আমি রূপসা উপজেলাছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলীসুজন। ঢাকা ভার্সিটিতে নির্বাচনচলতেছে, আমাদের ছাত্রদলের একটি প্যানেল আছে—আবিদ-হামিম-মায়েদপরিষদ। আমরা এ প্যানেলেরপক্ষ থেকে আপনাদের বাসায়গেছি... জিএস পদে যিনিনির্বাচন করছেন তিনি খুলনার রূপসারছেলে..."।

এই ভিডিও ভাইরালহওয়ার পর বিষয়টি কেন্দ্রীয়ছাত্রদলের নজরে আসে এবংতার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। জানা গেছে, ইমতিয়াজ আলী সুজন রূপসাসরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং নিজের ব্যক্তিগতফেসবুক আইডি থেকেও জিএসপদপ্রার্থী শেখ তানভীর বারীহামিমের পক্ষে প্রচার চালিয়েছেন।

ছাত্রদল জানিয়েছে, কোনো ধরনের সাংগঠনিকঅনুমোদন ছাড়া এ ধরনেরকার্যকলাপ দলীয় শৃঙ্খলার পরিপন্থী।সংগঠনের স্বার্থে এবং শৃঙ্খলা বজায়রাখতে তাকে বহিষ্কার করাহয়েছে। বহিষ্কারের এই সিদ্ধান্তে স্বাক্ষরকরেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদকনাছির উদ্দীন নাছির।