ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকনেটওয়ার্ক আসন্ন ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কয়েকটিগুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে। আজদুপুরে মধুর ক্যানটিনের সামনেআয়োজিত এক সংবাদ সম্মেলনেতারা এই দাবিগুলো তুলেধরেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:
- ভোটেরসময় বৃদ্ধি: ভোটগ্রহণের সময়সীমা বিকেল ৪টার পরিবর্তে ৫টা পর্যন্ত বাড়ানো হোক, যাতে অনাবাসিক শিক্ষার্থীরাও নির্বিঘ্নে ভোট দিতে পারেন।
- প্রবেশপথখোলা রাখা: ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো বন্ধ না করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক। শিক্ষক নেটওয়ার্কের মতে, প্রবেশপথ বন্ধ রাখলে যানজট সৃষ্টি হবে, যা ভোটারদের ভোটকেন্দ্রে আসতে নিরুৎসাহিত করতে পারে।
- পোলিংএজেন্ট নিয়োগে স্বচ্ছতা: কোন মানদণ্ডের ভিত্তিতে পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। তাই এই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার দাবি জানানো হয়েছে। বিভিন্ন বিভাগ থেকে প্রভাষক ও সহকারী অধ্যাপকদের নিয়োগের সুপারিশ করা হলেও তা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করা হয়।
- অন্যান্যদাবি: শিক্ষক নেটওয়ার্কের অন্যান্য দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো নারী শিক্ষার্থীদের পরিচয় যাচাইয়ে নারী শিক্ষক নিয়োগ, পোলিং এজেন্টদের থাকার ব্যবস্থা করা, গণমাধ্যম ও পোলিং এজেন্টদের জন্য গাইডলাইন প্রকাশ, বুথের বাইরে লাইন ব্যবস্থাপনার জন্য শিক্ষক ও অফিসার নিয়োগ, গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা এবং পর্যবেক্ষকদের জন্য বিশ্রামকক্ষ নির্দিষ্ট করা।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককামাল উদ্দিন আহমেদ চৌধুরী, তাসনিম সিরাজ মাহবুব, মোশাহিদা সুলতানা, তাহমিনা খানম এবং কাজলীশেহরিন ইসলাম উপস্থিত ছিলেন। তারা বলেন, নির্বাচনপ্রক্রিয়া স্বচ্ছ না থাকলে নির্বাচনকমিশন ও প্রশাসনকে জবাবদিহিকরতে হবে।