79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, অভিযোগ সামান্তা শারমিনের

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৩ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ১০
ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, অভিযোগ সামান্তা শারমিনের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অভিযোগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচাল করার জন্য একটিপ্রক্রিয়া চলছে। তিনি বলেন, এরপেছনে আওয়ামী লীগের একটি বলয় জড়িত, যার মধ্যে আইনজীবীরাও রয়েছেন।

 

কারা চাইছে না ডাকসু নির্বাচন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনিবলেন, “আওয়ামী লীগের যে বলয় এখনোপ্রতিষ্ঠিত, সেখানে আইনজীবীরাও আছেন। তারা চাইছেন নির্বাচনটাপ্রশ্নবিদ্ধ হোক বা শেষপর্যন্ত না হোক।” তারমতে, যাদের এই নির্বাচন নাহলে সুবিধা হবে, তারা এইষড়যন্ত্রে যুক্ত হচ্ছেন।

 

‘ডাকসু নির্বাচন বানচাল সম্ভব নয়’

সামান্তা শারমিন দৃঢ়তার সাথে জানান, নির্বাচনবানচালের এই প্রক্রিয়া সফলহবে না। তিনি বলেন, ছাত্রদের প্রতিরোধ এবং গণঅভ্যুত্থানের মানসিকতাসম্পন্ন নেতা ও কর্মীরাএখনো সক্রিয় আছেন। তারা মনে করেন, বাংলাদেশে গণতন্ত্রের প্রক্রিয়াকে ব্যর্থ হতে দেওয়া হবেনা। তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎনির্ভর করছে।

এনসিপির এই নেত্রী মনেকরেন, ডাকসু নির্বাচন উপেক্ষা করার কোনো সুযোগনেই। যারা জাতীয় নির্বাচনচান, তাদের উচিত ডাকসু নির্বাচনেঅংশ নিয়ে জয়লাভ করা। তিনি সতর্ককরে বলেন, যদি তারা ষড়যন্ত্রেজড়িয়ে পড়েন, তাহলে তা তাদের রাজনৈতিকভবিষ্যতের জন্য হুমকি হয়েদাঁড়াবে।

 

প্রগতিশীলদের ভূমিকা নিয়ে প্রশ্ন

সামান্তা শারমিন অভিযোগ করেন, ডাকসু নির্বাচন হতে না দেওয়ারজন্য প্রগতিশীল ছাত্রদের আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, যিনিএই রিট করেছেন, তাররাজনৈতিক পটভূমি এবং তাকে সাহায্যকারীআইনজীবীর পটভূমি দেখলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তিনিআরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে, প্রগতিশীলহিসেবে পরিচিত একটি অংশ প্রায়শইআওয়ামী লীগকে সমর্থন করে।