79°F বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

চট্টগ্রামে স্থির কাভার্ড ভ্যানে পিকআপের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ২০
চট্টগ্রামে স্থির কাভার্ড ভ্যানে পিকআপের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু

চট্টগ্রামের নগরীর সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়েছে একটি পিকআপ ভ্যান। এতে ঘটনাস্থলেই তিনজন এবং পরে হাসপাতালে আরও দুজনসহ মোট পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (১৮ আগস্ট) ভোর পৌনে পাঁচটার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন—আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস (১৮) ও মো. সোহাগ (৩২)। প্রত্যেকেই চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, মাছ আনতে পিকআপ ভ্যানটি সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম নগরের ফিশারিঘাটের দিকে যাচ্ছিল। ভ্যানটিতে সামনের দিকে তিনজন এবং পেছনে সাতজন যাত্রী ছিলেন। সিটি গেট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে গিয়ে সজোরে ধাক্কা লাগে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজন চিকিৎসাধীন রয়েছেন।

আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। নিহতদের মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।