79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের জেরে পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

Online Desk, Boston Bangla

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের জেরে পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যেব্যাপক সংঘর্ষের পর সব বিভাগেরপরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবেবিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো যথারীতি চলবে। শনিবার (৩০ আগস্ট) দিবাগতরাতে এই সংঘর্ষের ঘটনাঘটে।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনরোববার সকালে এ তথ্য নিশ্চিতকরে জানান, শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেন নিয়মিতসূচি মেনেই চলাচল করবে।

সংঘর্ষের সূত্রপাত হয় শনিবার রাতসোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২নম্বর গেট এলাকায়। প্রত্যক্ষদর্শীরাজানান, এক ছাত্রীকে মারধরকরার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গেশিক্ষার্থীদের উত্তেজনা শুরু হয়। একজনছাত্রী ওই এলাকার একটিভাড়া বাসায় প্রবেশ করতে গেলে দারোয়ানেরসঙ্গে তার তর্কাতর্কি হয়এবং এক পর্যায়ে দারোয়ানতাকে মারধর করেন। এই ঘটনার পরশিক্ষার্থীরা দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনিপালিয়ে যাওয়ার চেষ্টা করেন। শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলেস্থানীয় লোকজন ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এরফলে দুই পক্ষের মধ্যেসংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে স্থানীয়রামাইকে ডেকে আরও লোকজড়ো করে শিক্ষার্থীদের ওপরহামলা চালায়।

এই সংঘর্ষে অন্তত৬০ জন শিক্ষার্থী আহতহয়েছেন। তাদের মধ্যে ২১ জনকে উন্নতচিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলকলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং অন্যদের লাঠিসোঁটাও ইটের আঘাতে জখমকরা হয়েছে। তিনি বলেন, একসঙ্গেএত আহত শিক্ষার্থী আগেকখনো দেখেননি।

আহত শিক্ষার্থীদের হাসপাতালেপৌঁছাতে সাহায্যকারী নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান জানান, তিনি চট্টগ্রাম মেডিকেলকলেজ হাসপাতালে ৩৬ জন আহতশিক্ষার্থীকে চিকিৎসা নিতে দেখেছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় কঠোরপদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। সহ-উপাচার্য অধ্যাপকমো. কামাল উদ্দিন বলেন, "বিশ্ববিদ্যালয়ের এতগুলো শিক্ষার্থী আহত হয়েছে। এবিষয়ে অবশ্যই পদক্ষেপ নেব। ইতিমধ্যে স্থানীয়জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি।" বিশ্ববিদ্যালয়েরপ্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ আরিফ জানিয়েছেন, হামলাকারীদেরবিচারের আওতায় আনা হবে। এবিষয়ে উপাচার্য, সহ-উপাচার্য এবংসেনাবাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে একটি বৈঠকও অনুষ্ঠিতহয়েছে।