79°F বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

চিকিৎসক নেতা নারায়ণ হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির রায়

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ২
চিকিৎসক নেতা নারায়ণ হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির রায়

জাতীয়বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও স্বাচিপ নেতাডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যামামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড, চারজনের আমৃত্যু কারাদণ্ড এবং একজনের যাবজ্জীবনকারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০এর বিচারক রেজাউল করিম এই রায়ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরাহলেন: কামরুল হাসান অরুন, মাসুম মিন্টু, সাইদ ব্যাপারী, বকুলমিয়া ও সাইদ মিজি।আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা: আবুল কালাম, সাইদুল, ফয়সাল ও পেদা মাসুম।যাবজ্জীবন সাজা পেয়েছেন রফিকুলইসলাম।

প্রসিকিউটরমোয়াজ্জেম হোসেন জানান, রায় ঘোষণার সময়আসামিরা আদালতে উপস্থিত ছিলেন এবং রায় শেষেতাদের কারাগারে পাঠানো হয়।

মামলারতথ্য অনুযায়ী, ২০১২ সালের ২৩আগস্ট রাতে মহাখালীর আবাসিকএলাকায় নিজ বাসায় ডা. নিতাইকে হত্যা করা হয়। সেসময় তিনি তার মায়েরসঙ্গে ছিলেন, আর তার স্ত্রীছিলেন চট্টগ্রামে। পরদিন তার বাবা বনানীথানায় হত্যা মামলা দায়ের করেন।