চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকায় বড় ধরনের ত্রুটিধরা পড়েছে, যা নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়েব্যাপক আলোচনা চলছে। এই তালিকায় দুজনশিক্ষকের নাম অন্তর্ভুক্ত হয়েছে, যারা বর্তমানে সহকারী প্রক্টরের দায়িত্বে আছেন। এছাড়াও, একটি ছাত্র হলেরভোটার তালিকায় পাঁচজন ছাত্রীর নাম দেখা গেছে।এই অপ্রত্যাশিত ভুলগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে।
ভোটার তালিকায় শিক্ষকের নাম, ছাত্র হলে ছাত্রীরা
চাকসু'র খসড়া ভোটারতালিকা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টরনুরুল হামিদ এবং একই বিভাগেরআরেক সহকারী অধ্যাপক রন্টু দাশের নাম শিক্ষার্থীদের তালিকায়রয়েছে। অথচ, ছাত্র সংসদনির্বাচনে শিক্ষকদের ভোটার হওয়ার কোনো নিয়ম নেই।
শুধু তাই নয়, ছাত্রদের জন্য নির্ধারিত শহীদফরহাদ হোসেন হলের ভোটার তালিকায়পরিসংখ্যান বিভাগের পাঁচজন ছাত্রীর নাম অন্তর্ভুক্ত হয়েছে।এই ত্রুটিগুলো নিয়ে ইতিমধ্যে শিক্ষার্থীরা তাদের অসন্তোষ প্রকাশ করছেন।
নির্বাচন কমিশনের ব্যাখ্যা ও সংশোধনের প্রক্রিয়া
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত সোমবার (২সেপ্টেম্বর) এই খসড়া তালিকাপ্রকাশ করেছে। চাকসু'র প্রধান নির্বাচনকমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, 'ভুল থাকতে পারে, তাই এটি খসড়াতালিকা হিসেবে প্রকাশ করা হয়েছে।' তিনিজানান, যে দুই শিক্ষকেরনাম এসেছে, তাদের তালিকা থেকে বাদ দেওয়াহবে। শিক্ষার্থীদের কোনো ভুল থাকলেনিজ বিভাগে আবেদন করতে হবে এবংসেই আবেদনের কপি নির্বাচন কমিশনেজমা দিলে তা সংশোধনকরা হবে।
নির্বাচনের সময়সূচি
খসড়া তালিকা অনুযায়ী, চাকসু'র মোট ভোটারসংখ্যা ২৫,৮৬৬ জন।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১৪সেপ্টেম্বর থেকে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২অক্টোবর।
আপনার বিজ্ঞাপন এখানে