54°F বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

বিশেষজ্ঞদের সতর্কবার্তা: আরও বড় ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে ঢাকায়

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২৩ নভে ২০২৫ | নিউজটি দেখেছেন: ৩৪
বিশেষজ্ঞদের সতর্কবার্তা: আরও বড় ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে ঢাকায়

ঢাকা ও আশপাশের এলাকা টানা ভূমিকম্পে কাঁপতে থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাত্র দুই দিনের ব্যবধানে রাজধানী চারবার কেঁপে ওঠে। এর মধ্যে তিনটি কম্পন দেখা গেছে নরসিংদী অঞ্চলে এবং একটি ঘটেছে ঢাকার ভিতরে। শুক্রবার (২১ নভেম্বর) একটি ভূমিকম্পের পর শনিবার (২২ নভেম্বর) আরও তিন দফা কম্পন অনুভূত হয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, শনিবারের তিনটি কম্পনকে আফটারশক বলা হলেও এগুলো ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের সংকেতও বহন করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন,
“বড় কোন ভূমিকম্পের পর এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত আফটারশক হওয়া স্বাভাবিক। শনিবারের তিনটি কম্পন ছিল অপেক্ষাকৃত মৃদু, তাই সেগুলো আফটারশক ধরা হয়।”

তিনি আরও জানান,
“শুক্রবারের ৫.৭ মাত্রার ভূমিকম্পটিকে ভবিষ্যতের বড় ভূমিকম্পের ‘ফোরশক’ হিসেবেও বিবেচনা করা যায়। যদি সামনে তাৎপর্যপূর্ণ বড় কোন কম্পন আসে, তবে ৫.৭ মাত্রাকে তুলনামূলক ছোট ধাক্কা ধরা হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে বলেন,
“একদিনে তিনবার ভূমিকম্প হওয়া অস্বাভাবিক নয়। বড় ধাক্কার পর এমন আফটারশক দেখা দেয়। তবে বিষয়টি ইঙ্গিত দেয়—মাটির নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা শক্তি বেরিয়ে আসছে। সামনে আরও বড় ভূমিকম্পের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। এখনই প্রস্তুতি বাড়ানোর সময়।”

শনিবারের প্রথম ভূমিকম্প হয় সকাল ১০:৩৬:১২ মিনিটে, যার মাত্রা ছিল ৩.৩ এবং উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ।

দ্বিতীয়টি অনুভূত হয় সন্ধ্যা ৬:০৬:০৪ মিনিটে, মাত্রা ৩.৭, উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা।

ঠিক এক সেকেন্ড পর ৬:০৬:০৫ মিনিটে, তৃতীয় কম্পনটি আসে, যার মাত্রা ৪.৩, উৎস আবারও নরসিংদী।

এর আগের দিন শুক্রবার সকাল ১০:৩৮ মিনিটে সারাদেশে অনুভূত হয় তীব্র ভূমিকম্প, যার উৎসও ছিল নরসিংদী। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু এবং কয়েকশো মানুষ আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

ক্রমাগত ভূমিকম্পে রাজধানীর বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন।