70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

বিজয় দিবস সামনে রেখে অস্থিরতার শঙ্কা নেই: আশ্বস্ত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১৯ নভে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২০
বিজয় দিবস সামনে রেখে অস্থিরতার শঙ্কা নেই: আশ্বস্ত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে দেশজুড়ে কোনো ধরনের অস্থিরতা বা নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পর কিংবা বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতিতে কোনো উদ্বেগ নেই। বরং এবার বিভিন্ন কর্মসূচি আগের তুলনায় আরও বিস্তৃত পরিসরে অনুষ্ঠিত হবে। তবে গত বছরের মতো এবারও বিজয় দিবসের প্যারেড অনুষ্ঠিত হচ্ছে না।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নে ডিবি পরিচয়ে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই একজন সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়ার বিষয়টি নিয়ে তিনি বলেন—
বিষয়টি তার জানা ছিল না, তদন্ত শেষে সঠিক তথ্য জানা যাবে।