বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩১ আগস্ট (শনিবার) দুপুর ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হবে। এতে দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর মূল দিন ১ সেপ্টেম্বর (রবিবার) ভোরে নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে। এরপর সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদন করা হবে।
একইদিন দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে আলোচনা সভা এবং র্যালির আয়োজন করবে বিএনপির বিভিন্ন শাখা ও অঙ্গসংগঠন।
২ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ২টায় কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে, যা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।
৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভা পর্যায়ে আলোচনা সভা ও র্যালির আয়োজন থাকবে। ৪ সেপ্টেম্বর পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপণ, মাছ অবমুক্তকরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পালন করবে দলটি।
সপ্তাহব্যাপী এ কর্মসূচির সমাপ্তি টানা হবে ৫ সেপ্টেম্বর ঢাকায় আয়োজিত একটি গোলটেবিল আলোচনার মাধ্যমে, যেখানে রাজনৈতিক বিশ্লেষক ও পেশাজীবীরা অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ‘জাতীয় উদযাপন কমিটি’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএনপির নেতারা জানান, এ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনগণের ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশকে সংকট থেকে মুক্ত করার প্রত্যয় নিয়ে কর্মসূচিগুলো উদযাপন করা হবে।
আপনার বিজ্ঞাপন এখানে