79°F বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

বিদেশি মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি অপসারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ৪
বিদেশি মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি অপসারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ

বাংলাদেশের বিদেশে অবস্থিত কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট এবং কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (১৬ আগস্ট) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন দেশের মিশনে ভিন্ন ভিন্নভাবে ফোন করে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনার পরপরই বিদেশে নিযুক্ত সব মিশনকে তাদের অফিস ও আবাসিক ভবন থেকে রাষ্ট্রপতির ছবি তাৎক্ষণিকভাবে অপসারণ করতে বলা হয়।

এ বিষয়ে একাধিক দূতাবাস সূত্র জানায়, এতদিন বিদেশে নিযুক্ত বাংলাদেশের সব হাইকমিশন, দূতাবাস ও কনস্যুলেটগুলোর ভেতরে রাষ্ট্রপতির ছবি আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়ে আসছিল। নতুন এ নির্দেশনার পর তাৎক্ষণিকভাবে ওই ছবি সরিয়ে নিতে কার্যক্রম শুরু হয়েছে।

ছবি অপসারণ কার্যক্রম তদারকির জন্য অঞ্চলভিত্তিক একজন করে জ্যেষ্ঠ রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট রাষ্ট্রদূতরা অন্যান্য মিশনের সঙ্গে সমন্বয় করে নিশ্চিত করবেন যে নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্দেশনার ফলে ভবিষ্যতে আর কোনো সরকার বা রাষ্ট্র প্রধানের ছবি বিদেশি মিশনগুলোর অভ্যন্তরে প্রদর্শিত হবে না। এটি একটি নীতিগত সিদ্ধান্ত, যার মাধ্যমে কূটনৈতিক কাঠামোর নিরপেক্ষতা ও প্রাতিষ্ঠানিক গুরুত্বকে আরও জোরদার করার চেষ্টা করা হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের কূটনৈতিক সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করে, যেখানে ব্যক্তি নয় বরং প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় কাঠামোর গুরুত্বকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।