70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়ল: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১৯ অক্টো ২০২৫ | নিউজটি দেখেছেন: ৩০
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়ল: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর এসেছে। তাদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে, তবে সর্বনিম্ন ২ হাজার টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

আজ রবিবার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষরে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বর্তমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা নির্দিষ্ট শর্তসাপেক্ষে এই বাড়িভাড়া ভাতা পাবেন।

প্রজ্ঞাপনের গুরুত্বপূর্ণ শর্তাবলি:

১️⃣ বেতনস্কেল সমন্বয়: বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করতে হবে।
২️⃣ নীতিমালা অনুসরণ: ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা’ (স্কুল, কলেজ, মাদ্রাসা ও ভোকেশনাল পর্যায়) অনুসারে নিয়োগের শর্ত মানতে হবে।
৩️⃣ বকেয়া প্রাপ্য নয়: এই ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া অর্থ প্রদান করা হবে না।
৪️⃣ আর্থিক বিধি মানা: ভাতা প্রদানের সময় সরকারের সকল আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
৫️⃣ দায়বদ্ধতা: ভবিষ্যতে ব্যয় সংক্রান্ত কোনো অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
৬️⃣ জিও প্রেরণ: প্রশাসনিক মন্ত্রণালয় থেকে জি.ও জারি করে তার চারটি অনুলিপি অর্থ বিভাগে প্রেরণ করতে হবে পৃষ্ঠাঙ্কনের জন্য।

সরকারি প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষক ও কর্মচারীদের জীবনযাত্রার মান কিছুটা উন্নত হবে এবং তাদের দীর্ঘদিনের দাবি পূরণে পদক্ষেপ হিসেবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষক সংগঠনগুলোর পক্ষ থেকেও সিদ্ধান্তকে ‘আংশিক স্বস্তিদায়ক’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। তারা বলছেন, দীর্ঘ সময় পর সরকার এমপিওভুক্তদের ভাতা বৃদ্ধিতে উদ্যোগ নেওয়ায় এটি ইতিবাচক পদক্ষেপ, তবে সামগ্রিক বেতন কাঠামো পুনর্বিবেচনার দাবি তারা আগের মতোই বজায় রাখছেন।