70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

বাংলাদেশিদের জন্য ব্রিটিশ হাইকমিশনের কড়া সতর্কবার্তা: ভুয়া কাগজ দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১৯ নভে ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৯
বাংলাদেশিদের জন্য ব্রিটিশ হাইকমিশনের কড়া সতর্কবার্তা: ভুয়া কাগজ দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যে ভ্রমণ বা অধ্যয়ন করতে ইচ্ছুক বাংলাদেশিদের উদ্দেশে নতুন করে কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। মঙ্গলবার (১৮ নভেম্বর) হাইকমিশনের সরকারি ওয়েবসাইটে এ সতর্ক নির্দেশনা প্রকাশ করা হয়।

সতর্কবার্তায় জানানো হয়—
ভিসার জন্য আবেদন করার সময় যদি কেউ জাল বা ভুয়া কোনো নথি জমা দেয়, তবে তার বিরুদ্ধে সর্বোচ্চ ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা জারি হতে পারে। আবেদনকারীদের সঠিক ও যাচাইযোগ্য তথ্য প্রদান করতে অনুরোধ জানিয়ে হাইকমিশন বলেছে—“ভিসা প্রক্রিয়ায় কোনো ধরনের ঝুঁকি নেবেন না।”

ব্রিটিশ হাইকমিশন আরও উল্লেখ করে, যুক্তরাজ্যের ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) কখনোই গ্যারান্টিযুক্ত নয়। তাই ভিসা নিশ্চিত করে দেওয়ার নাম করে যেসব ব্যক্তি ফোন, ই-মেইল বা টেক্সট বার্তার মাধ্যমে যোগাযোগ করছে, তাদের কর্মকাণ্ড স্পষ্ট প্রতারণা।

হাইকমিশন জানিয়েছে—
যে কেউ যদি দাবি করে যে সে ‘নিশ্চিত ভিসা’ পাইয়ে দিতে পারে, তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিসা জালিয়াতির সঙ্গে জড়িত। আবেদনকারীদের এমন ফাঁদে না পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।