বাংলাদেশ কোনোভাবেই তার অভ্যন্তরীণ বিষয়ে বাইরের দেশের হস্তক্ষেপ মেনে নেবে না—এমন কঠোর অবস্থান জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ সন্ত্রাসবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেয় না এবং ভবিষ্যতেও দেবে না।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভ-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। বিভিন্ন দেশের নিরাপত্তা প্রতিনিধিদের উপস্থিতিতে তিনি বাংলাদেশ সরকারের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন।
এর আগের দিন, বুধবার, ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সেখানে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাস দমন এবং রোহিঙ্গা ইস্যুসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বৈঠকের সময় তিনি অজিত দোভালকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি বাংলাদেশ সরকারের দ্বিতীয় উচ্চপর্যায়ের দিল্লি সফর। গত ফেব্রুয়ারিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ‘ইন্ডিয়া এনার্জি উইক’-এ অংশ নিতে ভারত সফর করেছিলেন।
আপনার বিজ্ঞাপন এখানে