79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

আটটি রাজনৈতিক দল যুগপত আন্দোলনে নামছে: জুলাই সনদ বাস্তবায়নসহ চার দফা দাবি

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১৪ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২৭
আটটি রাজনৈতিক দল যুগপত আন্দোলনে নামছে: জুলাই সনদ বাস্তবায়নসহ চার দফা দাবি

আবারো উত্তাল রাজনীতির মাঠ। এবার এক হয়ে আন্দোলনে নামতে যাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ আটটি রাজনৈতিক দল।

সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদের বাস্তবায়ন সহ চার দফা দাবিতে অনড় এই রাজনৈতিক দলগুলোর নেতারা। শিগগিরই নিজেদের কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে দলগুলো।

কয়েক দফা বৈঠকের পর জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ চার দফা দাবিতে দলগুলো যুগপত কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছে।

অন্য দাবিগুলো হলো— সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এই যুগপত কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও বাংলাদেশ নেজামা ইসলাম পার্টি।

বাংলাদেশ খেলাফত মজলিস আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে যুগপত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। অন্যান্য দলও শিগগির কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। আগামী সপ্তাহ থেকে যুগপত কর্মসূচি শুরু হতে পারে।

ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানান, তারা আগামী সোমবার পুরানপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবেন। সব দল অভিন্ন কর্মসূচি দিবে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায়। অন্যান্য দল সরাসরি গণপরিষদ নির্বাচনের কথা না বললেও জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে একমত।

দলগুলোর নেতারা প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চান। তবে জুলাই সনদের ভিত্তিতেই সেই নির্বাচন চাওয়া হচ্ছে। যেহেতু কিছু দল সংসদের দুই কক্ষে পিআর চায়, অন্যরা শুধু উচ্চকক্ষে চায়, তাই দলগুলো পিআরের দাবি আলাদাভাবে উপস্থাপন করবে।