79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

আইন উপদেষ্টা: জুলাই-আগস্টের বিচার দ্রুত শেষ করতে তৃতীয় ট্রাইব্যুনাল গঠন হতে পারে

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০২ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ১১
আইন উপদেষ্টা: জুলাই-আগস্টের বিচার দ্রুত শেষ করতে তৃতীয় ট্রাইব্যুনাল গঠন হতে পারে

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় ঘটে যাওয়াহত্যাযজ্ঞের বিচার দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনেতৃতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হতেপারে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিকঅপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে আইন উপদেষ্টাড. আসিফ নজরুল সাংবাদিকদেরএই তথ্য জানান।

 

বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের সন্তুষ্টি

আইন উপদেষ্টা আসিফনজরুল বলেন, সরকার ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বিচার প্রক্রিয়ারগতি নিয়েও তারা সন্তুষ্ট। তিনিবলেন, সংস্কার কাজ শেষ হলেদ্বিতীয় ট্রাইব্যুনালের মূল ভবনে দ্রুতবিচার কার্যক্রম শুরু হবে।

তিনি আরও উল্লেখকরেন যে, মানবতাবিরোধী অপরাধেরমামলাগুলো নিয়ে বিচারক, প্রসিকিউশন এবং তদন্ত দলঅত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। আসিফনজরুল বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসনও মানবাধিকার প্রতিষ্ঠার স্বার্থে এই ভয়াবহ মানবতাবিরোধঅপরাধের বিচার অপরিহার্য।

এই পরিদর্শনের সময়আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গেছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেলমো. আসাদুজ্জামান এবং আন্তর্জাতিক অপরাধট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদতাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা।