79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা: রাতভর অভিযানে গ্রেপ্তার ১০২

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০২ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২৩
আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা: রাতভর অভিযানে গ্রেপ্তার ১০২

রাজধানীর আদাবর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায়১০২ জনকে গ্রেপ্তার করাহয়েছে। গতকাল সোমবার রাতে কিশোর গ্যাংয়েরসদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপরহামলা চালালে এক পুলিশ সদস্যগুরুতর আহত হন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এমজাকারিয়া জানান, সোমবার রাত ১১টার দিকেআদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় একটি গ্যারেজে অভিযানচালাতে যায় পুলিশ। এসময় স্থানীয় কিশোর গ্যাং চক্রের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপরঅতর্কিত হামলা চালায়।

হামলায় পুলিশ সদস্য আল-আমিন গুরুতরআহত হন এবং তাকেদ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশসূত্রে জানা গেছে, এইহামলার মূল হোতা ছিলকিশোর গ্যাংয়ের নেতা জনি ওরনি। তাদের সঙ্গে নাজির, ওসমান, দাঁতভাঙা সুজন, কবজিকাটা হৃদয় এবং মাদক ব্যবসায়ীরাজুসহ আরও বেশ কয়েকজনযুক্ত ছিল।

এ ঘটনায় আদাবরথানায় একটি মামলা দায়েরকরা হয়েছে। গ্রেপ্তারকৃত সবাই বিভিন্ন কিশোরগ্যাংয়ের সদস্য বলে পুলিশ জানিয়েছে।