দেশেরচারটি বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণেরআশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা৬টা থেকে পরবর্তী ১২০ঘণ্টার (৫ দিন) জন্যদেওয়া এক পূর্বাভাসে এতথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদখো. হাফিজুর রহমান জানান, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চলহয়ে আসাম পর্যন্ত বিস্তৃতরয়েছে। এর একটি বর্ধিতাংশউত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। এই বায়ুর প্রভাবেইদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা দেখা দিচ্ছে।
তিনিআরও বলেন, “মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরমোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরেএটি মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেপশ্চিম মধ্য বঙ্গোপসাগর ওতৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টিহতে পারে।”
কোথায়কেমন বৃষ্টি?
আবহাওয়াঅধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী—
সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামীদিনের আবহাওয়া
তাপমাত্রাপরিস্থিতি
সারাদেশে দিন ও রাতেরতাপমাত্রা সামান্য হ্রাস বা প্রায় অপরিবর্তিতথাকতে পারে। তবে সপ্তাহ শেষেএসে (শুক্রবারের পর) তাপমাত্রা কিছুটাবাড়তে পারে বলে পূর্বাভাসেউল্লেখ করা হয়েছে।
সার্বিকপূর্বাভাস
আবহাওয়াঅফিস জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ারকোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। মৌসুমি বায়ুরসক্রিয়তা অব্যাহত থাকায় বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা চলমান থাকবে।
আপনার বিজ্ঞাপন এখানে