79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

২১ আগস্ট গ্রেনেড হামলা: আপিল বিভাগে খালাস পেলেন তারেক রহমানসহ সব আসামি

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৪ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৫
২১ আগস্ট গ্রেনেড হামলা: আপিল বিভাগে খালাস পেলেন তারেক রহমানসহ সব আসামি

২০০৪ সালের ২১আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপিরভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দণ্ডিত সব আসামিকে খালাসদিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত ছয় সদস্যেরআপিল বিভাগ এই রায় ঘোষণাকরেন। এর মাধ্যমে হাইকোর্টেরদেওয়া রায়ই বহাল রাখা হলো।

এর আগে ২০১৮সালে বিচারিক আদালত থেকে এ মামলাররায়ে ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবনকারাদণ্ড এবং ১১ জনকেবিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়াহয়েছিল। পরে হাইকোর্ট বিচারিকআদালতের রায় বাতিল করেসব আসামিকে খালাস দেন। হাইকোর্টের সেইরায়ই বহাল রেখে আপিলবিভাগ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করেদিয়েছেন।

২০০৪ সালের ২১আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের একটি সমাবেশে গ্রেনেডহামলা চালানো হয়েছিল। এতে দলের সভাপতিশেখ হাসিনাসহ শতাধিক নেতা-কর্মী আহতহন এবং ২৪ জননিহত হন। এই হামলারঘটনায় দুটি মামলা দায়েরকরা হয়েছিল— একটি হত্যা মামলাএবং অন্যটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা।

আপিল বিভাগের রায়েবলা হয়েছে, হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধনও প্রত্যাহার সাপেক্ষে পর্যবেক্ষণসহ এই রায় দেওয়াহয়েছে। এটি দেশের বিচারিকইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রায়হিসেবে বিবেচিত হচ্ছে।