79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

১৩০ কোটি টাকার কোকেনসহ শাহজালাল বিমানবন্দরে বিদেশি নাগরিক আটক

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ৪০
১৩০ কোটি টাকার কোকেনসহ শাহজালাল বিমানবন্দরে বিদেশি নাগরিক আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ কোকেনসহ গায়ানার এক নাগরিককে আটক করা হয়েছে। আটক হওয়া ওই ব্যক্তির নাম এম এস কারেন পেতুলা স্টাফেল। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, তার কাছ থেকে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের ৮.৫ কেজি কোকেন জব্দ করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার রাতে তাদের কাছে গোপন খবর আসে যে, দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে একজন মাদক চোরাকারবারি আসছেন। এই তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। উড়োজাহাজটি রাত আড়াইটার দিকে অবতরণ করার পর তারা পেতুলা স্টাফেলকে শনাক্ত করে তার ব্যাগেজ স্ক্যান করেন।

স্ক্যানিংয়ের সময় ব্যাগেজের মধ্যে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন পাওয়া যায়। বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে এসব কোকেন উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষার মাধ্যমেও সেগুলো কোকেন বলে প্রমাণিত হয়েছে।

কোকেনসহ পেতুলা স্টাফেলকে বিমানবন্দর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।