70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

১৩ নভেম্বরের লকডাউন ঘিরে সন্দেহভাজন দেখলে পুলিশকে জানানোর আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

Rokon Pathan, Boston Bangla

প্রকাশ: ১১ নভে ২০২৫ | নিউজটি দেখেছেন: ৩৩
১৩ নভেম্বরের লকডাউন ঘিরে সন্দেহভাজন দেখলে পুলিশকে জানানোর আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

আগামী ১৩ নভেম্বরের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে সারাদেশে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার আশঙ্কা রয়েছে এমন কোনো সন্দেহভাজন ব্যক্তিকে দেখলে দ্রুত পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে, প্যাট্রোলিং বাড়ানো হয়েছে, এবং গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনাগুলোতে (KPI) অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, সম্ভাব্য নাশকতা ঠেকাতে খোলা তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপসহ কয়েকটি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। প্রস্তুতি সম্পন্ন হলে আমরা একটি মহড়াও পরিচালনা করব।”