82°F বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

১০ জেলায় বন্যার আশঙ্কা, ভারি বৃষ্টিতে নদ-নদীর পানি বাড়ছে

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৮
১০ জেলায় বন্যার আশঙ্কা, ভারি বৃষ্টিতে নদ-নদীর পানি বাড়ছে

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টির কারণে অন্তত ১০ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সংস্থাটির বিশেষ বার্তায় জানানো হয়েছে, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বুধবার থেকে আগামী ২৪ আগস্ট পর্যন্ত ভারি বর্ষণ হতে পারে। একই সময়ে ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম ও ত্রিপুরায়ও বৃষ্টি হবে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বাংলাদেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ আগস্ট তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন এলাকায় অস্থায়ী বন্যা দেখা দিতে পারে। এছাড়া ২১ থেকে ২৪ আগস্ট ফেনী, মুহুরী, সিলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরী, নোয়াখালী খাল ও রহমতখালি খালের পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ সময় সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লোভাছড়া, জাদুকাটা ও ঝালুখালি নদীর পানিও বাড়বে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী তীরবর্তী এলাকা সাময়িকভাবে ডুবে যেতে পারে।

পাউবো জানিয়েছে, স্থানভেদে ২০০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে, যা নদী ও খালের পানি দ্রুত বাড়িয়ে বন্যার ঝুঁকি তৈরি করছে।