70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন শুরু: ‘Postal Vote BD’ অ্যাপেই সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১৯ নভে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২০
প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন শুরু: ‘Postal Vote BD’ অ্যাপেই সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া

বিশ্বের বিভিন্ন দেশে থাকা লক্ষাধিক বাংলাদেশি প্রবাসীর জন্য এবারই প্রথমবার ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ উন্মুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসীদের ভোট গ্রহণ করা হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ‘পোস্টাল ব্যালট’ ব্যবস্থার মাধ্যমে।

নির্বাচনে অংশ নিতে হলে প্রবাসী বাংলাদেশিদের অবশ্যই অনলাইনে নিবন্ধন করতে হবে। এ জন্য ইসি উদ্বোধন করেছে ‘Postal Vote BD’ নামের বিশেষ অ্যাপ, যা ইতোমধ্যেই গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোরে উন্মুক্ত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পরই বিশ্বব্যাপী প্রবাসীদের জন্য অনলাইন নিবন্ধনের সুযোগ চালু করা হয়। অ্যাপ ডাউনলোড করে সহজ সাতটি ধাপ অনুসরণ করলেই নিবন্ধন সম্পন্ন করা যাবে।

আজ (বুধবার) থেকে বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করা যাবে। এই প্রক্রিয়া চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। পরে দেশে থাকা বিশেষ তিন শ্রেণির নাগরিক ও বাদ পড়া প্রবাসীরা ১৯–২৩ ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত সুযোগ পাবেন।

কীভাবে করবেন নিবন্ধন

উদ্বোধনী অনুষ্ঠানে ‘ওসিভি–এসডিআই’ প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান—

  • প্রবাসীরা যে দেশে বসবাস করছেন, সেই দেশের ঠিকানা ও সেখানকার ব্যবহৃত ফোন নম্বর দিয়েই নিবন্ধন করতে হবে।
  • অন্য কোনো দেশ থেকে ভিন্ন দেশের নামে নিবন্ধন করা যাবে না।
  • সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে মাল্টিলেভেল নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
  • পুরো প্রক্রিয়া বুঝতে অ্যাপে ধাপে ধাপে নির্দেশনা, ভিডিও টিউটোরিয়াল ও হেল্পলাইন যুক্ত করা হয়েছে।

নিবন্ধন সম্পন্ন করতে সাধারণত ৫–১০ মিনিট সময় লাগবে। নিবন্ধনের পর প্রবাসী ভোটারদের একটি পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। তবে বিদেশে নিবন্ধন করে দেশে এসে ভোট দেওয়া সম্ভব নয়।

প্রতিটি অঞ্চলে বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১২টা ১ মিনিটে নিবন্ধন শুরু হয়ে পঞ্চম দিনের রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে।

কোন অঞ্চলে কবে নিবন্ধন?

ইসি ঘোষিত সময়সূচি—

  • মধ্য এশিয়া, লাতিন আমেরিকা, আফ্রিকা: ১৯–২৩ নভেম্বর
  • উত্তর আমেরিকা ও ওশেনিয়া: ২৪–২৮ নভেম্বর
  • ইউরোপ: ২৯ নভেম্বর–৩ ডিসেম্বর
  • সৌদি আরব: ৪–৮ ডিসেম্বর
  • দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া: ৯–১৩ ডিসেম্বর
  • মধ্যপ্রাচ্য (সৌদি বাদে): ১৪–১৮ ডিসেম্বর
  • তালিকাবহির্ভূত দেশ ও যারা সময়মতো করতে পারেননি: ১৯–২৩ ডিসেম্বর

সব মিলিয়ে ১৪৩টি দেশে অবস্থানরত প্রবাসীরা মোট ৪০ দিনব্যাপী এই নিবন্ধন কার্যক্রমে অংশ নিতে পারবেন।