চীনেরবেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডে (আইওএআই) দুই ব্রোঞ্জপদক জিতেছেবাংলাদেশ। প্রতিযোগিতায় অংশ নেয় ৭৩টিদেশের ৮৬টি দল।
বাংলাদেশদলের হয়ে ব্রোঞ্জ জিতেছেরাজউক উত্তরা মডেল কলেজের দশমশ্রেণির শিক্ষার্থী মো. রিয়াসাত ইসলামএবং সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র আরেফিন আনোয়ার। নটর ডেম কলেজেরশিক্ষার্থী মিসবাহ উদ্দিন পেয়েছেন ‘অনারেবল মেনশন’। দলের চতুর্থসদস্য ছিলেন একই কলেজের আবরারশহীদ।
২ থেকে ৬ আগস্টআয়োজিত এ আসরে শিক্ষার্থীরাউদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধান ও প্রযুক্তিগত দক্ষতারপ্রদর্শন করে।
আপনার বিজ্ঞাপন এখানে