প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন চালু করেছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। আর উদ্বোধনের পর মাত্র তিন দিনেই এই অ্যাপ প্রবাসীদের কাছ থেকে পেয়েছে অভূতপূর্ব সাড়া। বিশ্বের ২৯টি দেশ থেকে মোট ৮,২০১ জন বাংলাদেশি প্রবাসী ইতোমধ্যেই নিবন্ধন সম্পন্ন করেছেন।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত পাওয়া পরিসংখ্যানে দেখা যায়—
নিবন্ধনের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে দক্ষিণ কোরিয়া। একাই ৩,৭৯৩ জন প্রবাসী এই দেশ থেকে ভোটার হয়েছেন, যা মোট নিবন্ধনের প্রায় অর্ধেক। দ্বিতীয় সর্বোচ্চ নিবন্ধন এসেছে জাপান থেকে—১,০৪৫ জন।
এ ছাড়া—
প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতর থাকা তিন ধরনের বিশেষ শ্রেণির ভোটারও এই অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।
ওসিভি–এসডিআই প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান, প্রথম পর্বে ১৯–২৩ নভেম্বর পর্যন্ত পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২ দেশের প্রবাসীরা নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। ২৩ নভেম্বর এ পর্বের চূড়ান্ত তথ্য পাওয়া যাবে।
পরবর্তী ধাপে বিশ্বের বাকি দেশগুলোর প্রবাসীরাও ১৮ ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে নিবন্ধন করতে পারবেন। প্রতিটি অঞ্চলের জন্য পাঁচ দিন করে সময় নির্ধারণ করা হয়েছে।
দেশের অভ্যন্তরে থাকা বিশেষ শ্রেণির তিন ধরনের ভোটার ১৯–২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। যারা আগের ধাপে বাদ পড়বেন, তারাও এ সময়ে নিবন্ধনের সুযোগ পাবেন।
আপনার বিজ্ঞাপন এখানে